Naya Diganta

অনুতাপের পর খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন

আপনার অনুতাপকে গুরুত্বসহকারে নিন। যিনি সত্যিকারের অনুতপ্ত তিনি অতীতের যে পাপের জন্য অনুতপ্ত এর মধ্যে তার আবার পড়ে যাওয়ার ভয় রয়েছে। খারাপ সঙ্গ ও যারা তাকে আবার পাপ করতে উৎসাহিত করতে পারে তাদের কাছ থেকে দূরে থাকাটা তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
পুনশ্চ : মানুষকে তুষ্ট করার চেষ্টায় সময় নষ্ট করবেন না। এটি কখনোই অর্জনযোগ্য নয়। মনে রাখবেন, যারা আমাদের ঘৃণা করে তাদের সামনে আমরা সবসময় খারাপ হিসেবে থাকি। সর্বশক্তিমানকে খুশি করার দিকে মনোনিবেশ করুন।