Naya Diganta

সোনাগাজীতে যুবলীগ নেতা হত্যায় দুই আসামি গ্রেফতার

যুবলীগ নেতা আলী মতুর্জা (৪৮), মো: করিমক (৩৫)।

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পদাক আলোচিত মাকসুদ আলম (৩৪) প্রকাশ বিপ্লব হত্যায় তালিকাভুক্ত সাবেক দুই যুবলীগ নেতা আলী মতুর্জা (৪৮) ও মো: করিমকে (৩৫) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ও ফেনী র‌্যাব-৭ এর যৌথ বাহিনী।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে আলী মতুর্জা এবং ফেনী থেকে মো: করিমকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। তারা ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছিল।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, গত ৮ মার্চ গত বুধবার ওই গ্রামের নূরুল হক খোকা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকসুদ আলম বিপ্লবকে তার বসত ঘর থেকে দুপুর ২টায় ওড়না পেঁছানো অবস্থায় হাটু ভাঙ্গা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পর দিন বৃহস্পতিবার রাতে নিহত বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার আত্মহত্যার প্ররোচনাদানের অভিযোগ এনে সোনাগাজী আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতার নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন এক নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো: রফিক, যুবলীগের সাবেক নেতা ও ছাড়াইতকান্দি হোচাইনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি আলী মতুর্জা, যুবলীগ নেতা মো: নাজিম ও মো: করিম।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে ফেনী কোর্টে পাঠিয়েছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।