Naya Diganta

শিখ উগ্রবাদীকে ধরতে পাঞ্জাবে ইন্টারনেট নিষেধাজ্ঞা বাড়িয়েছে অমৃতসর

ভারতীয় কর্তৃপক্ষ এক উগ্রবাদী শিখ প্রচারককে গ্রেফতারের জন্য সোমবার পাঞ্জাব রাজ্যজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়িয়েছে। এই রাজ্যে প্রায় ৩০ মিলিয়ন লোকের আবাসস্থল।

অমৃতপাল সিংয়ের সমর্থকরা সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট ভাঙচুর করার ছবি তুললে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়। একই ধরনের ঘটনা লন্ডনেও ঘটেছে। খবর এএফপি’র।

পাঞ্জাব কর্তৃপক্ষ শনিবার থেকে সিং-এর অনুসন্ধানে একটি বড় ধরণের অভিযান শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে সিং খালিস্তানে একটি পৃথক শিখ আবাসভূমির দাবিতে আলোচিত হয়ে উঠেছেন।

পুলিশ সোমবার বলেছে, তারা এখন পর্যন্ত ১১৪ জনকে গ্রেফতার করেছে। তবে অমৃতপালের কোনো সন্ধান পায়নি।

মূলত সোমবার দুপুর পর্যন্ত (গ্রিনীচ মান সময় ০৬৩০ টা) ইন্টারনেট সঙ্কট ছিল। পরে আরো ২৪ ঘণ্টার জন্য তা বাড়ানো হয়।

সূত্র : বাসস