Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় এগারো : জীবের প্রজনন’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯. পরপরাগায়ন ঘটে নিচের কোনটিতে?
ক) শিমুল খ) কুমড়া
গ) ধুতুরা ঘ) শিম
১০. হরমোন নিঃসরণকারী গ্রন্থি কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
১১. শুক্রাশয় নিঃসৃত হরমোন কোনটি?
ক) ইস্টোজেন
খ) প্রোজেস্টেরন
গ) থাইরক্সিন
ঘ) টেস্টোস্টেরন
১২. অমরা থেকে নিঃসৃত হয় কী?
ক) গোনাডোট্রপিক হরমোন
খ) টেস্টোস্টেরন হরমোন
গ) ইস্টোজেন হরমোন
ঘ) থাইরক্সিন হরমোন
১৩. ভ্রƒণ থেকে মা কী গ্রহণ করে?
ক) অ্যামাইনো এসিড
খ) খনিজ লবণ
গ) অক্সিজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ৯.ক, ১০. ঘ, ১১.ঘ, ১২.ক, ১৩.ঘ।