Naya Diganta

‘রমজানের পবিত্র রক্ষা করুন ও আমিরে জামায়াতসহ নেতৃবৃন্দকে মুক্তি দিন’

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। অথচ এই সময়ে দেশে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্টীর জীবনযাত্রা থমকে গেছে। রমজানে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম কমলেও সরকারের পৃষ্টপোষকতায় থাকা সিন্ডিকেটের কারণে দেশে পণ্যের দাম বাড়ছেই। একই সাথে বিরোধী মতের প্রতি সরকারের জুলুম নিপীড়ন অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ জামায়াতের একাধিক শীর্ষনেতাকে কারাগারে আটকে রাখা হয়েছে। রমজান হচ্ছে সংযমের মাস, তাকওয়া অর্জনের মাস। তাই রমজানের আগেই আমিরে জামায়াত-সেক্রেটারি জেনারেলসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

সোমবার (২০ মার্চ) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের মূল্য কমিয়ে আনা, আমিরে জামায়াতসহ সকল নেতাদের মুক্তি ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা রফিকুল ইসলাম, শফিকুল আলম মফিক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।

নেতারা বলেন, রমজান শুরুর আগেই দেশে ব্যাপকভাবে মূল্যস্ফীতি ঘটেছে। বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থাকলেও বাজার নিয়ন্ত্রণে এসব সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মূলত, সরকার সংশ্লিষ্টদের বাজার সিন্ডিকেটের সাথে অবৈধ সখ্যতার কারণেই বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে। তাই দেশের সাধারণ মানুষ যাতে যথাযথভাবে সিয়াম পালন করতে পারে এজন্য অনতিবিলম্বে সরকারকে বাজার নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তেরাঁ বন্ধ, গণমাধ্যমে অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করে রোজার পরিবেশ যথাযথভাবে রক্ষা করতে হবে।