Naya Diganta

বগুড়ায় কৃষককের মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্যা গ্রামের কৃষক মন্তেজার রহমানের দায়ের করা কৃষক নির্যাতন মামলায় খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগিনা জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল ফারুককে (৪৮) অর্থদণ্ড ও অনাদায়ে কারাদন্ড দিয়েছেন আদালত। মামলাটি ২০১৭ সালে দায়ের হয় এবং দীর্ঘ পাঁচ বছর পর্যালোচনার পর গত ১৬ মার্চ বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর ম্যাজিস্ট্রেট বেগম মির্জা শায়লা এই রায় প্রদান করেন। রায়ে এক হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে রায়ের পরপরই আদালতে জরিমানার টাকা জমা দেন সাজাপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক। তিনি ২০১৭ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।
কৃষক মন্তেজার রহমান তার প্রতিক্রিয়ায় জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েও ফারুক আমার প্রতি চরম অন্যায় করেছিলেন। আমাকে মেরে আমারই সাইকেল দিয়ে আমাকে সাইকেল চোর বানিয়ে থানায় ধরে দিয়েছিলেন যা একজন জনপ্রতিনিধি হয়ে অমানবিক আচরণ। তবে পাঁচ বছর পর হলেও আমি ন্যায়বিচার পেয়েছি।