Naya Diganta

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। চলন্ত বাস থেকে মনে হয় বাইরের গাছপালা পেছনের দিকে চলে যাচ্ছে এর কারণ-
i) বাস স্থির
ii) বাসের সাপেক্ষে যাত্রী স্থির
iii) গাছপালার সাপেক্ষে বাস গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৩। প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল কোনো বস্তুর-
i) প্রকৃতপক্ষে স্থির
ii) এই স্থিতিকে পরম স্থিতি বলে
iii) প্রসঙ্গ বস্তু পরম স্থিতিশীল হলে তার সাপেক্ষে স্থিতিশীল বস্তুও পরম স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৪। রাস্তার পাশে দাঁড়ানো কোনো ব্যক্তির সামনে দিয়ে একটি রিকশা অতিক্রম করলে রিকশাটি ঐ ব্যক্তির সাপেক্ষে গতিশীল কারণ-
i) রিকশা একটি যানবাহন
ii) রিকশাটি অবস্থানের পরিবর্তন করছে
iii) রিকশাটির ভর বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৫। পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে-
i) দূরত্বে ii) দিকে
iii) দূরত্বে ও দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। রৈখিকভাবে গতিশীল বস্তু-
i) সরল রেখা বরাবর ক্রিয়া করে
ii) এর গতি সরলরেখার ওপর সীমাবদ্ধ
iii) কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৭। চলন গতিসম্পন্ন কণা-
i) সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে
ii) অতিক্রান্ত দূরত্ব একই দিকে হয়
iii) অতিক্রান্ত দূরত্ব বিভিন্ন দিকে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৮। স্পন্দন গতির উদাহরণ হচ্ছে-
i) সরল দোলকের গতি
ii) কম্পনশীল সুর শলাকার গতি
iii) গিটারের তারের গতি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ।