Naya Diganta

তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে।

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। এর আগে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট প্রায় আড়াইঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনে অনেক টিনশেডের ঘর পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবরআসেনি। আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্যও দিতে পারেননি তিনি।