Naya Diganta

পরপর ৩ ওভারে ৩ উইকেট, ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

পরপর ৩ ওভারে ৩ উইকেট, ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

চতুর্থ উইকেট পতন ইংল্যান্ডের, ফিরেছেন মইন আলি; ফিরিয়েছেন আজ একাদশে ফেরা মেহেদী মিরাজ। আউট হবার আগে ১৭ বলে ১৫ রান করেন মইন। আগের ওভারেই জশ বাটলারকে ফিরিয়েছিলেন হাসান মাহমুদ, ইংলিশ অধিনায়কের স্ট্যাম্প ভেঙে দিয়েছেন এই পেসার।

তার আগের ওভারে সাকিব ফেরান ভয়ংকর হয়ে উঠতে থাকা ফিলিপ সল্টকে, নিজের বলে নিজেই ক্যাচ নেন টাইগার অধিনায়ক। আউট হবার আগে ১৯ বলে ২৫ রান করেন সল্ট। টানা তিন ওভারে তিন উইকেট হারিয়ে পথ হারিয়েছে ইংল্যান্ড, বিপরীতে ম্যাচের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে। ফলে বেশ চাপে ইংল্যান্ড দল।

দলীয় তৃতীয় ওভারে ইংল্যান্ডের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদের ক্যাচ বানিয়ে ফেরান ৮ বলে ৫ রান করা ডেভিড মালানকে। তবুও অবশ্য পাওয়ার প্লেতে ৫০ রান তুলে ফেলেছিল ইংলিশরা। তবে পরপর ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৩ এখন ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৬৩; অর্থাৎ শেষ ৪ ওভারে মাত্র ১৩ রান পেয়েছে ইংলিশরা।