Naya Diganta

গয়ায় সেনাশিবিরে অনুশীলনে বিপত্তি : কামানের গোলা ছিটকে ৩ জনের মৃত্যু

গয়ায় সেনাশিবিরে অনুশীলনে বিপত্তি : কামানের গোলা ছিটকে ৩ জনের মৃত্যু।

বিহারের গয়ায় ভারতীয় সেনাশিবিরে চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। হঠাৎ একটি গোলা শুটিং রেঞ্জ গিয়ে পড়ে পাশের গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে বিহার রাজ্যের গয়া জেলায় এ ঘটনাটি ঘটে।

গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রাম। পাশেই সেনাশিবির। বুধবার সকালে সেখানেই কামানের গোলা ছোড়ার অনুশীলনে ছিল সেনাকর্মীরা। হঠাৎ একটি গোলা বের হয়ে সেনাশিবির ছেড়ে গ্রামে চলে যায়। এ সময় গ্রামের মাঠে অনেকেই কাজ করছিলেন। মাঠেই গোলাটি গিয়ে পড়ে এবং সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণস্থলের কাছেই কাজ করছিলেন সাতজন। তারা প্রত্যেকেই আহত হন। তাদেরকে কাছের অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসকেরা ওই তিনজন গ্রামবাসীকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন এক নারীও।

গয়ার পুলিশ সুপার আশিস ভারতী জানান, আহত বাকি তিনজনের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি বিশেষ দল।

সূত্র : আনন্দবাজার