Naya Diganta

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের অঘোষিত ইরাক সফর

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের অঘোষিত ইরাক সফর।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইরাকে অঘোষিত সফর করছেন। এ সময় তিনি বলেছেন, দেশটিতে কর্মরত যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাকি বাহিনীকে সমর্থন করা এবং ইসলামিক স্টেট গ্রুপকে পরাজিত করার ওপর মনোনিবেশ করছে। তিনি ওই মিশনটি পরিচালনা করার জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইরাকে কর্মরত জোট বাহিনীকে অন্য রাষ্ট্রের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে- এমনটা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য ইরাকি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অস্টিন।

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা মাঝে মধ্যেই মার্কিন বাহিনীকে এবং রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসকে হামলার নিশানা করেছে।

ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাদের পরামর্শ ও সহায়তা করার লক্ষ্য ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা রয়েছে।

অস্টিন উত্তর-পূর্ব সিরিয়ার আটক কেন্দ্র ও বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্প থেকে ইরাকি নাগরিকদের প্রত্যাবাসনের জন্য ইরাকের প্রশংসা করেছেন এবং সকল দেশকে তাদের নাগরিকদের জন্য একই কাজ করতে উৎসাহিত করেছেন।

গত সপ্তাহে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের পরে অস্টিন এ সফরে যান। গুতেরেস ‘ইরাকি জনগণের সাথে গভীর সংহতি’ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার আশা যে, ইরাকে শান্তি, সমৃদ্ধির ভবিষ্যত ও সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠান পাবে।’

সূত্র : ভয়েস অব আমেরিকা