Naya Diganta

যুদ্ধের ফ্রন্টলাইন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ ইউক্রেনের

ইউক্রেন বৃহস্পতিবার যুদ্ধের ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্ব বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বাধ্যতামূলক সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান এ নগরী ও রেলের কেন্দ্রবিন্দু রাশিয়া পুনরুদ্ধার করার আশঙ্কা দেখা দেয়ায় তারা এমন নির্দেশ দিল। খবর এএফপি’র।

গত সেপ্টেম্বরে রাশিয়ার সৈন্যরা কুপিয়ানস্কসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর থেকে পিছু হটে।

কুপিয়ানস্ক পূর্ব ইউক্রেনের যুদ্ধ ফ্রন্টলাইনের কাছে অবস্থিত হওয়ায় স্থানীয়রা আশঙ্কা করছে যে এটি রাশিয়া ফের দখল করে নিতে পারে।

খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কুপিয়ানস্ক থেকে শিশুসহ বিভিন্ন পরিবার ও বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।’

এতে আরো বলা হয়, এ অঞ্চলে রাশিয়ার সৈন্যদের হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বৃস্পতিবার জানান, রুশ বাহিনী কুপিয়ানস্ক শহরসহ এই অঞ্চলের বেশ কয়েকটি বসতিতে কামানের গোলা, রকেট লাঞ্চার ও মর্টার হামলা চালিয়েছে।

সূত্র : বাসস