Naya Diganta

সাকিব-তাইজুল-তাসকিনের আঘাত, চাপে ইংল্যান্ড

সাকিব-তাইজুল-তাসকিনের আঘাত, চাপে ইংল্যান্ড

সাকিব-তাইজুল-তাসকিনের উপর্যুপরি আঘাতে চাপে পড়েছে ইংল্যান্ড। দোলাচালে দুলছে তারা। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। ইংলিশদের হয়ে একপ্রান্ত আগলে খেলে চলেছেন ডেভিড মালান, ৩৩ রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। সাকিব আল হাসানের বলে তামিম ইকবালকে ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন রয়, মাত্র ৪ রান করেন তিনি। এরপর দৃশ্যপটে আসেন তাইজুল ইসলাম, জোড়া উইকেট শিকার করেন তিনি।

অধিনায়ক ভরসার প্রতিদান দিয়েছেন তাইজুল, ফিলিপ সল্ট ও জেমস ভিন্সকে ফেরান তিনি। প্রথমে ফিলিপ সল্টকে ১২ রানে বোল্ড করার পর জেমস ভিন্সকে ৬ রানে আউট করেন তাইজুল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মালান, সঙ্গী হিসেবে পান অধিনায়ক জশ বাটলারকে।

তবে জশ বাটলারকে তাসকিন আহমেদ নাজমুল হোসেন শান্তের ক্যাচ বানালে বেশ ভালোভাবেই ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ১৯২ বলে জয়ের জন্য ১৪১ রান প্রয়োজন ইংল্যান্ডের, হাতে ৬ উইকেট।