Naya Diganta

রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশী শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি পুতিনের

রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশী শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি পুতিনের

রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশী শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ২০০৫ সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে তিনি এ নির্দেশ জারি করেন।

দেশটির রাষ্ট্রীয় ওয়েবসাইটে সংশোধনীর উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ রুশ ভাষার সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত করবে। একইসাথে বিশ্বের দরবারে রুশ ভাষার আলাদা অবস্থান তৈরিতে সাহায্য করবে।

সংশোধিত আইনের ভাষ্য হলো, ‘রাশিয়ায় রাষ্ট্রীয় নথিপত্রে কেবল রুশ ভাষাই ব্যবহার করতে হবে। তাতে এমন কোনো বিদেশী শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না, যেগুলো রুশ ভাষায় সর্বজন বিদিত নয়।’

আইনে আরো বলা হয়েছে, ‘অচিরেই রুশ ভাষার সাথে ব্যবহারযোগ্য বিদেশী শব্দাবলীর তালিকা প্রকাশ করা হবে।’ তবে বিদেশী শব্দের ব্যবহারে কোনো সাজার সম্মুখীন হতে হবে কিনা, ওই বিষয়ে সংশোধিত আইনে কিছু বলা হয়নি।

গত বছর ইউক্রেন যুদ্ধের পর থেকেই পুতিন বলে আসছেন, তিনি রাশিয়াকে দুর্নীতিগ্রস্ত পশ্চিমাদের কবল থেকে রক্ষা করতে চান। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায়।

সূত্র : রয়টার্স/আলজাজিরা নেট