Naya Diganta

চি ঠি প ত্র : শিক্ষা পাওয়া আমার অধিকার

২০২২ সালে এসএসসি পরীক্ষায় পাস করে এক বুক আশা কলেজে যাবো ও উচ্চশিক্ষিত হবো। যথানিয়মে কলেজে ভর্তির আবেদন করি। কিন্তু ভর্তির জন্য আমাকে প্রথম যে কলেজটি নির্বাচিত করে সেই কলেজটি ভিন্ন একটি জেলায়; যাতায়াত খুবই কষ্টকর। আমার গরিব বাবার পক্ষে এত দূরে লেখাপড়া করানো সম্ভব নয়।
এ জন্য আমি দ্বিতীয় ও তৃতীয়বার ভর্তির জন্য পুনরায় আবেদন করি। প্রত্যেকবার আমার প্রথম পছন্দের তালিকায় আমার নিজ জেলার বঙ্গবন্ধু কলেজের নাম রাখি। নিয়মমাফিক আরো চারটি কলেজের নাম লিখি। দুঃখ ও পরিতাপের বিষয় প্রত্যেকবার কম্পিউটারে দেখতে পাই- ‘দুঃখিত আপনাকে নির্বাচিত করতে পারলাম না।’ অথচ প্রতিটি কলেজেই অনেক সিট খালি।
এ অবস্থায় আমি কী করতে পারি মা-বাবার বোঝা ভবঘুরে নাকি আত্মহত্যা? আমার তো ইচ্ছে গোপালগঞ্জের অহঙ্কার বিশ্বের গৌরব প্রাণের নেতার নামের বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জে ভর্তি হতে চাই। আমি কি উচ্চশিক্ষিত হতে পারব না? আমার জীবন কি মুকুলেই ঝরে যাবে? এখানেই কি লেখা পড়া শেষ, জীবনও শেষ?
সাবলীল ফাহিম খান
গ্রাম : বন গ্রাম
মুকসুদপুর, গোপালগঞ্জ।