Naya Diganta

ইসরাইলের বিচারিক সংস্কার পরিকল্পনা : পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ

পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ

ইসরাইলের বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। সোমবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ফলে দেশটি দুই ভাগে বিভক্ত হয়েছে।

গত মাসে সংস্কার পরিকল্পনা উন্মোচনের পর থেকে ইসরাইলে কয়েক বছর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দিয়েছে।

বিলটি পাস হলে ক্ষমতাসীনরা সুপ্রিম কোর্টের ক্ষমতা রোধ করবে এবং বিচার বিভাগীয় নিয়োগের বিষয়ে সরকারকে আরো বেশি ক্ষমতা দেবে।

সমালোচকরা বলছেন, এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।

অপরদিকে সরকারের যুক্তি, সংস্কারগুলো দেশটির গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।

ইসরাইল-২

 

বিক্ষোভে অংশ নিতে তেল আবিবের নেস জিওনার থেকে মেয়েকে নিয়ে এসেছেন হেলিত। তিনি বলেন, ‘আমি খুব কষ্টে আছি, খুব নার্ভাস এবং অনেক নির্ঘুম রাত কেটেছে। ইসরাইলের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, তাদের পরিবর্তন হবে। আমি এমনটাই আশা করছি... কিন্তু আমার মনে হয়, এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য। এরপর পরিস্থিতির পরিবর্তন হবে। আরো খারাপ অবস্থা হবে।’

সূত্র : বিবিসি