Naya Diganta

বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে শিশুর মৃত্যু

বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে শিশুর মৃত্যু।

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবারের সদস্যদের সাথে বেড়াতে গিয়ে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত ১৩ বছর বয়সী ইসরাত জাহান কলি বান্দরবান জেলার লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে স্বজনদের বরাতে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ বলেন, সকালে ইসরাত জাহান কলি তার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের সাথে কক্সবাজার বেড়াতে আসে। পরে তারা সবাই সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকার সাগরে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই বালিয়াড়িতে উঠে আসেন। পরে বেলা ১টার দিকে ফেরার পথে বালিয়াড়ি এলাকায় মাথা ঘুরে পড়ে যায় কলি। স্বজনরা তাকে তাৎক্ষণিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মো: আশিকুর রহমান বলেন, এক মেয়ে শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তার মৃত্যু পথেই হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, স্বজনদের লিখিত আবেদন পেলে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

সূত্র : ইউএনবি