Naya Diganta

হাফেজ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেবে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার

হাফেজ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেবে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুমা রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামসংলগ্ন মাঠে কিরাত ও নাশিদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মসজিদে নববীর দাওয়া ও ইরশাদ বিভাগের পরিচালক, তাবুক সেন্ট্রাল মসজিদের খতিব ও জামেয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের (রা:) মহাপরিচালক ড. মোহাম্মদ বিন ইসমাইল আল আলী।
অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি হাজ্জাজ রমাদান আল হিনদাওয়ী-মিশর, ইব্রাহিম কাসি-পাকিস্তান, সাইয়্যেদ মোহাম্মদ জাওয়াদ হোসাইনী-ইরান, মাজদী আলী আন-নাজ্জার-মিসর ও আদাম জুমা শাবান-তানজানিয়া। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিদের মধ্যে তেলাওয়াত করবেন, আজহারুল ইসলাম, সাইদুল ইসলাম আসাদ, ইউসুফ সাকিম আল-আজহারী, শোয়াইব মোহাম্মদ আল-আজহারী, শহিদুল ইসলাম, কারি আবু রায়হান ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সালেহ আহমদ তাকরিম। নাশিদ পরিবেশন করবেন, হাফেজ মাওলানা হাসান আনজার-পাকিস্তান, কবি মুহিব খান-বাংলাদেশ, আহমদ আব্দুল্লাহ-কলরব, আবু ওবায়দা, শেখ এনাম, মাহমুদ হুজাইফা, রিয়াদ হায়দার, মাহমুদ হুজাইফা, মাসুম বিল্লাহ ইলিয়াস। বিজ্ঞপ্তি।