Naya Diganta

ভারতের বিদায় নেপাল ৩-১ ভারত

ভারতকে ছাড়া বয়সভিত্তিক সাফের ফাইনাল আগেও হয়েছে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফের ফাইনালে ভারত খেলতে পারেনি। শিরোপা নির্ধারণী ম্যাচ হয়েছিল বাংলাদেশ ও নেপালের সাথে। এবারের অনূর্ধ্ব-২০ মহিলা সাফে হট ফেবারিট ছিল ভারত। দলে বিশ্বকাপে খেলা ১০-১২ ফুটবলার। অথচ তারাই এবার ফাইনালে কোয়ালিফাইই করতে পারেনি। কাল নেপালের বিপক্ষে তাদের ড্র দরকার ছিল লিগ পর্বের শেষ ম্যাচে। সেখানে তারা ১ গোলে এগিয়ে থেকেও ১-৩ গোলে হেরে এখন ফাইনালের দর্শক। ২১ মিনিটে অপর্ণা নাজারের গোলে ভারত এগিয়ে গেলেও ৪৮, ৬৯ ও ৮৯ মিনিটে যথাক্রমে অঞ্জলি চাঁদ, প্রীতি রাই ও আমিশা খারকির গোলে অবিস্মরণীয় জয় পায় নেপাল। উল্লেখ্য, নেপালের জয়ই দরকার ছিল এই ম্যাচে। রাতের ম্যাচে বাংলাদেশ যদি ভুটানের কাছে হেরে যেত তাহলে ভারত ফাইনালে যেত। কিন্তু তার আর হয়নি।