Naya Diganta

আত্রাইয়ের দুই তীরে সবুজের সমারোহ

আত্রাই নদীর দুই তীরে আলু ও ভুট্টার ক্ষেত : নয়া দিগন্ত

নওগাঁর ঐতিহ্যবাহী আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকাজুড়ে দোল খাচ্ছে সবুজ ফসল। কোথাও ভুট্টা, কোথাও আলু, কোথাও বাদাম। বিভিন্ন রবিশস্যের হাসিতে ভরে উঠছে কৃষকের বুক, জেগে উঠছে বেঁচে থাকার রঙিন আশা। আটটি ইউনিয়ন নিয়ে গঠিত আত্রাই উপজেলা। এর মধ্যে সাতটি ইউনিয়নের বুক চিড়ে বয়ে গেছে আত্রাই নদী। বর্ষা মৌসুমে নদীতে পানি থৈ থৈ করলেও শুষ্ক মৌসুমে নদীর দুই কূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা ফসল ফলায়। বিভিন্ন গ্রামের হাজার হাজার কৃষক নদীর তীরে তাদের নিজ নিজ জমিতে আলু, ভুট্টা, বাদামসহ বিভিন্ন প্রকারের ফসল ও শাকসবজি চাষ করেছেন। নদীর দুই তীর সবুজে ছেয়ে গেছে। বিভিন্ন শস্যের মধ্যে এবার আলু চাষ করা হয়েছে বেশি। অনুকূল আবহাওয়া ও ভালো পরিচর্যায় আলুর এবার বাম্পার ফলন হবে বলে কৃষকরা মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকার্তা কে এম কাওছার হোসেন বলেন, এ অঞ্চলের কৃষকদের রবিশস্য উৎপাদনে উৎসাহিত করতে মাঠপর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রবিশস্য উৎপাদনে এবার কৃষকদেরকে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।