Naya Diganta

আরো দামি আলট্রা আইফোন আনবে অ্যাপল

আইফোনের প্রো ও প্রো ম্যাক্স মডেলের চেয়েও দামি আইফোন আলট্রা উন্মোচন নিয়ে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এই উচ্চমূল্যের ডিভাইস বাজারে আসতে পারে ২০২৪ সালেই। আইফোন ১৫ সিরিজে ‘প্রো ম্যাক্স’ মডেলের জায়গা নিতে পারে আলট্রা। এর মধ্যে দিয়ে আরো ক্ষমতাধর ও দামি শ্রেণীর আইফোন আনতে চায় অ্যাপল। এর মানে, সম্ভাব্য ডিভাইসটির দাম এক হাজার ৯৯ ডলার থেকে শুরু করে আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর চেয়েও বেশি হতে পারে।
আলট্রা ডিভাইসে কী ধরনের ফিচার থাকতে পারে, তা এখনো পরিষ্কার না হলেও গারম্যানের অনুমান বলছে, এতে সম্ভবত তুলনামূলক উন্নত ক্যামেরা, দ্রুতগতির চিপ এমনকি আকারে বড় ডিসপ্লেও থাকতে পারে। আর এই সম্ভাব্য ডিভাইসে কেবল তারবিহীন চার্জিংয়ের সুবিধা থাকবে। নিজেদের প্রো এবং প্রো-ম্যাক্স মডেলে সেরা ফিচারগুলো যোগ করে এরই মধ্যে গ্রাহকদের অর্থ খরচের কারণ দাঁড় করিয়েছে অ্যাপল। গত বছর আইফোন ১৪-এর প্রো এবং প্রো-ম্যাক্স মডেলে বিশেষভাবে ডাইনামিক আইল্যান্ড সুবিধা চালু করে কোম্পানিটি। এ বছরের আইফোন ১৫ উন্মোচনে এই শ্রেণীর মডেলগুলোকে আগের চেয়েও ‘চমকপ্রদ’ হিসেবে আনার পরিকল্পনা করছে অ্যাপল। এরই মধ্যে আইফোন ১৫-প্রো এবং প্রো-ম্যাক্স মডেলে ইউএসবিসি সুবিধা চালুর বিষয়টি চাউর হয়েছে। এমনকি এতে ব্যবহৃত হতে পারে হ্যাপটিক ভলিউম ও পাওয়ার বাটন।