Naya Diganta

আন্তর্জাতিক কিরাত সমম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ

দেশের অন্যতম শ্রেষ্ঠ কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী

একাধিক আন্তর্জাতিক কিরাত সমম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট ও মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মঙ্গলবার শায়খের পক্ষ থেকে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করা হয়।

শায়খ আহমাদ বিন ইউসুফ এ উদ্দেশে আগামীকাল বুধবার ঢাকা ত্যাগ করবেন।

১২ দিনব্যাপী এবারের সফরে তিনি ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠেয় বেশ কয়েকটি কিরাত সম্মেলনে যোগ দেবেন।

এ বিষয়ে শায়খ আহমাদ বিন ইউসুফ জানান, ‘ভারতের সমস্ত মানুষের কাছে কুরআনের অমীয় বাণী পৌঁছে দিতে তার পরিচালিত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা-ই (ইক্বরা) এ সম্মেলনগুলোর আয়োজন করছে।’

এ সম্মেলনগুলোতে ইন্দোনেশিয়ার বিখ্যাত কারী দাসরিজাল নাইনিন, মালয়েশিয়ার কারী মোহাম্মাদ হুসাইনি বিন মাহমুর, ভারতের কারী মানজুর আহমাদ এবং এ কে মানজুর অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

সম্মেলন শেষে আগামী ২১ ফেব্রুয়ারি কারী আহমাদ ইউসুফ আযহারীর দেশে ফেরার কথা রয়েছে। তিনি এই সফরের সফলতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।