Naya Diganta

বইমেলায় আজহার মাহমুদের ‘স্বদেশ ভ্রমণের ইতিকথা’

বইমেলায় আজহার মাহমুদের ‘স্বদেশ ভ্রমণের ইতিকথা’

অমর একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে লেখক আজহার মাহমুদের চতুর্থ বই ‘স্বদেশ ভ্রমণের ইতিকথা’।

চার ফর্মার বইটিতে আছে ১০টি ভ্রমণ গল্প। এসব গল্পের কোনোটায় আছে প্রকৃতির কথা, কোনোটায় আবার সমুদ্রের জলের কথা। পাহাড়ের গল্প, ঝরনার গল্পও আছে এখানে।

বইটিতে দেশের যেসকল স্থান সুপরিচিত সেসব স্পটের গল্প যেমন আছে, ঠিক তেমনি অনেকের কাছে অপরিচিত স্পটের গল্পও তুলে ধরা হয়েছে সুস্পষ্টভাবে। মোটকথা একটা পরিপূর্ণ ভ্রমণবিষয়ক বই বলা যায়।

বইটির প্রচ্ছদ করেছেন এস এম জসিম ভূইয়া। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইটি প্রিয় বাংলা প্রকাশনীর ৫৯৭-৫৯৮ নম্বর স্টলে পাওয়া যাবে।
প্রেস বিজ্ঞপ্তি