Naya Diganta

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় গত রোববার রাতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
যমুনার সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানা কোম্পানি। গত রোববার রাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের রিফরমারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
অ্যামোনিয়া প্লান্টের রিফরমারে যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানায় সার উৎপাদনে যেতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানায় দুই লাখ ৬০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।
কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন গতকাল সোমবার বলেন, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যেতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।