Naya Diganta

কেনের রেকর্ড গোলে সিটির হার

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে অন্য উচ্চতায় পৌঁছেছেন হ্যারি কেন। টটেনহ্যাম হটস্পারের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন তিনি। সিটির অবশ্য পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ ছিল আর্সেনালের সাথে। কিন্তু হ্যারি কেনের রেকর্ড গড়া গোলে ১-০ ব্যবধানে পরাজিত হয়ে ব্যবধান কমানো হলো না সিটির। এ দিকে ওল্ফবার্গকে ৪-২ গোলে হারিয়ে বুন্দেস লিগায় টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু নিজ মাঠে সিটিকে হারায় টটেনহ্যাম। ম্যাচের ১৫ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন কেইন। এই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ২৬৬টি ছিল জিমি গ্রিভসের। এক গোল বেশি করে এই রেকর্ডের মালিক এখন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের। সেই সাথে প্রিমিয়ার লিগে অ্যালান শিয়েরারের ২৬০ ও ওয়েন রুনির ২০৮ গোলের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শিয়েরার এই রেকর্ড গড়েছেন ৩০৬টি ম্যাচ খেলে। আর রুনি লেগেছিল ৪৬২টি ম্যাচ। আর হ্যারি কেন করেছেন ৩০৪টি ম্যাচ খেলে। সিটিকে হারিয়ে ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটসপার। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ১-০ ব্যবধানে হারায় লিডস ইউনাইটেডকে।
এ দিকে জার্মান বুন্দেস লিগায় ১০ জনের দল বায়ার্ন মিউনিখ ৪-২ ব্যবধানে ওল্ফসবার্গের বিপক্ষে জয়ে টেবিলের শীর্ষে ফিরেছে। ওল্ফসবার্গের মাঠে কিংসলে কোমানের ৯ ও ১৪ মিনিটের গোলে ২-০-তে এগিয়ে যায় বায়ার্ন। তৃতীয় গোলটি ম্যাচের ১৯ মিনিটে থমাস মুলার হেড থেকে। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৪৪ মিনিটে জ্যাকুব কামিনস্কি একটি গোল পরিশোধ করেন। জামাল মুসিয়ালা বায়ার্নের হয়ে চতুর্থ গোলটি করেন। ম্যাচের ৮০ মিনিটে মাতিয়াস সভ্যানবার্গ একটি গোল শোধ করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্নের। এই জয়ে ১৯ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। দ্বিতীয় থাকা ইউনিয়ন বার্লিনের সমান ম্যাচে ৩৯ পয়েন্ট।