Naya Diganta
টুপি ও পাঞ্জাবি নিয়ে কটাক্ষ!

পটুয়াখালীতে বিক্ষোভের মুখে স্কুল সভাপতির পদত্যাগ

টুপি ও পাঞ্জাবি নিয়ে কটাক্ষ!

পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর ক্লাস বর্জন করে বিক্ষোভের মুখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় শিক্ষার্থীরা ক্ল¬াসে ফিরে গেছে। সোমবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাস ও ক্যাম্প্যাসের বাইরে বিক্ষোভ মিছিল করে। তারা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করে।
শিক্ষার্থীরা ও প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, গত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থী জায়েদ মুসল্লীকে টুপি ও পাঞ্জাবি পরিহার করে স্কুলড্রেস পরে আসতে বলেন সভাপতি জাহাঙ্গীর আলম। একইভাবে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাস চলাকালে শিক্ষক মজিবুর রহমানকেও অনুরূপ কথা বলেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরে এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার প্রতিবাদ বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম নিজ মুখে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীরা শান্ত হয়ে দুপুরে ক্ল¬াসে ফিরে যায়।