Naya Diganta

‘আমার কাছে হিরো আলমই এমপি’

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে সবার কাছে ভোট চেয়েছেন নন্দীগ্রাম পুরনো বাজারের চায়ের দোকানি সাইফুল ইসলাম। শুধু তা-ই নয়, যারা ভোট দিতে চেয়েছেন তাদের ফ্রিতে চা, বিস্কুট, পান ও সিগারেট পান খাইয়ে সবাইকে বলতেন, হিরো আলম এমপি হলে পরের দিন তার দোকানের চা খাওয়া সম্পূর্ণ ফ্রি। নির্বাচনী প্রচারণার শুরু থেকে তিনি এভাবে হিরো আলমের জন্য মানুষের কাছে ভোট চান। নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার সাইফুল ও তার ছেলে পাপ্পু দু’জন মিলে এ দোকান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই তাদের সংসার চলে।
এ বিষয়ে সাইফুল বলেন, আমি হিরো আলমের ভক্ত। আমি তাকে ভালোবাসি, তার সাথে আমার কোনো যোগাযোগ না থাকার পরেও তার জন্য ভোট চেয়েছি। কমপক্ষে দুই থেকে আড়াই শ’ মানুষেক ফ্রি চা, পান, বিস্কুট, সিগারেট খাইয়েছি। সকলের কাছে তার জন্য ভোট ও দোয়া চেয়েছি। একেবারে আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আমি সবাক কছুনু (বলেছি)। আমার হিরো আলম এমপি হলে সগলিক (সকল) মাংনা (ফ্রি) চা খাওয়ামু। মানষে কচ্ছে (বলেছে) হিরো আলম এমপি হছিলো (হয়েছিল)। আমারও তাই মনে হয়। আমার কাছে হিরো আলমই এমপি।’