Naya Diganta

নজরদারির আওতায় কমলগঞ্জ পৌর এলাকা

অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে ৩০টি ক্যামেরা। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। রোববার সকালে কমলগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দেখা যায়।
জানা যায়, পৌরসভার উদ্যোগে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন মেয়র।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের খুঁজে বের করাসহ ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
মেয়র জুয়েল আহমেদ বলেন, সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে।