Naya Diganta

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যানেরচালক আব্দুর রহিম কলম পুন্ডরী গ্রামের মৃত রফিকুল ইসলাম ওরফে উপেন মণ্ডলের ছেলে। এ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেলে, সকালে চালকসহ পাঁচ শ্রমিক একটি অটোভ্যানযোগে চৌগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোলারবাতা এলাকায় ভ্যানগাড়ির একটি চাকার এক্সেল ভেঙে মহাসড়কের উপরে ছিটকে পড়ে। সাথে সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়। এতে অটোভ্যানের চালক আব্দুর রহিম (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ভ্যানে থাকা চার শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন বিদ্যুৎ হোসেন (৪২), কাচু প্রামাণিক (৬০), মাসুদ রানা (৩৫) ও এলামুল হক (৪০)।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শিবলী নোমানী শুভ বলেন, গুরুতর আহত দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর দু’জনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।