Naya Diganta

ঢামেক হাসপাতালে আগুন : পালানোর সময় রোগীর মৃত্যু

ঢামেক হাসপাতালে আগুন : পালানোর সময় রোগীর মৃত্যু।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুন লাগায় পালাতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন কুমিল্লার তিতাস থানার শ্রী নয়ন কান্দি গ্রামের বাসিন্দা।

ঢামেক হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে নিহতের ছেলে মফিজ জানান, তার বাবা শনিবার শ্বাসকষ্ট নিয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি বলেন, বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় কিডনি বিভাগে আগুন লাগলে তিনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতর সূত্র জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে নতুন ভবনের ৪র্থ তলার একটি কক্ষে এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়।

এফএসসিডি সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন লাগার সময় শ্বাসকষ্টজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি