Naya Diganta

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাভার জাবাল-ই-নূর ফাউন্ডেশনের কর্মশালা

সাভার পৌর এলাকার ডগরমোড়ায় গতকাল রোববার জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজনে নতুন শিক্ষা কারিকুলামের ওপর দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জাবাল-ই- নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ, ঢাকার মিরপুর শাহ আলি থানার শিক্ষা অফিসার মিসেস রাবেয়া শিরিন, ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. ডি এম ফিরোজ শাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মহসিনা মমতাজ মারিয়া ও মাস্টার ট্রেইনর ঢাকার মিরপুরের মোহাম্মদ ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষিকা মিসেস স্বপ্না পারভিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন। কর্মশালায় প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণকার্যক্রম শেষে জাবাল-ই-নূর দাখিল মাদরাসার অধ্যক্ষ মো: হোসাইন উদ্দিনের লেখা দু’টি কাব্যগ্রন্থ ‘সমাচার’ ও ৮০তে যেন না আসি প্রশিক্ষকদের হাতে তুলে দেয়া হয়। কাব্যগ্রন্থ দু’টি একুশের বইমেলায় ৪০৫ ও ৫৫৪ নম্বর স্টলে ভিন্নমাত্রা প্রকাশনী এবং রয়েল পাবলিকেশনে পাওয়া যাবে।