Naya Diganta

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি

২০০৪ সালে পথচলা শুরু করার পর দীর্ঘ প্রায় ২০ বছর সময় পেরিয়েছে মেটা মালিকানাধীন ফেসবুক। দীর্ঘ এই সময়ের পরও প্লাটফর্মটির ব্যবহারকারী বাড়ছে প্রতিনিয়তই। বর্তমানে ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রথমবারের মতো এক কোটি ৬০ লাখ ব্যবহারকারী যোগ করে ২০০ কোটি দৈনিক ব্যবহারকারীতে পৌঁছেছে। তবে ফেসবুকই শুধু এ মাইলফলক পার করেনি। এর পাশাপাশি মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীও ২০০ কোটি ছাড়িয়েছে। মজার ব্যাপার হলো সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারী তিন দেশের একটি বাংলাদেশ। যে তিনটি দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার একটি বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরো রয়েছে ভারত ও ফিলিপাইন। গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকাতেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে। নাইজেরিয়া, ভারত ও বাংলাদেশ এই তিন দেশের ব্যবহারকারীদের সুবাদে গত ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় প্রবৃদ্ধি বজায় ছিল।