Naya Diganta

জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব শর্টস

২০২০ সালে ইউটিউব শর্টস সুবিধা চালু করে ইউটিউব। মূলত ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। আর তাই টিকটকের খুদে ভিডিওগুলোর অনুকরণে ইউটিউব চালু করেছে ইউটিউব শর্টস। তিন বছরের মধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব শর্টস। বর্তমানে প্রতিদিন ইউটিউব শর্টসে থাকা ভিডিওগুলো পাঁচ হাজার কোটিবারের বেশি দেখা হয়।
সম্প্রতি ইউটিউবের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, ইউটিউব শর্টসের দৈনিক ভিউ সংখ্যা পাঁচ হাজার কোটি ছাড়িয়েছে, যা আগের বছর ছিল তিন হাজার কোটি। দর্শক সংখ্যা বৃদ্ধির বিষয়টি শর্টস ভিডিও নির্মাতাদের পুরস্কৃত করার পাশাপাশি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে সহায়তা করবে। ইউটিউব শর্টস কাজে লাগিয়ে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময় করা যায়। এসব ভিডিও তৈরি করে মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় আয়ের সুযোগও চালু হয়েছে এ মাস থেকে। নতুন এ সুবিধা চালুর ফলে ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।