Naya Diganta

অপুর ‘লাল শাড়ি’ আসছে ঈদে

ফেব্রুয়ারি মাস, বইয়ের মাস। নতুন নতুন বই প্রকাশিত হয় এই মাসে। বাংলাদেশে ঢাকায় যেমন বইমেলা শুরু হয়েছে। ঠিক তেমনি কলকাতাতেও শুরু হয়েছে ৪৬তম আন্তর্জাতিক বইমেলা। আর এবারের বইমেলাতে অংশগ্রহণ করতে কলকাতা গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ^াস। উদ্দেশ্য ছিল একটাই। সেখানকার বইমেলার আয়োজক বইমেলাতে তাকে সংবর্ধনা দিতেই তাকে নিমন্ত্রণ করেছিলেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অপু বিশ^াসকে সংবর্ধনা দেয়া হয়। গত বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দেয়া হয় বলে জানান অপু বিশ^াস। অপু বিশ^াস কলকাতা থেকে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে অপু বিশ^াস বলেন, ‘বইমেলা এমনই একটি প্রাঙ্গণ যেখানে গেলে নিজের মেধার বিকাশ ঘটে। ছোটবেলা থেকেই আমি বইমেলায় যেতাম, বিশেষত মায়ের সাথে। নানান ধরনের বই কিনতাম। সেসব বই বাসায় নিয়ে এসে খুব মনোযোগ দিয়ে পড়তাম। আমি মনে করি, প্রত্যেক শিশুরই ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাসটা থাকা উচিত। কারণ যত বই পড়বে ততই তার মেধার বিকাশ ঘটবে। তো আমার নিজেরও সংগ্রহে অনেক বই আছে। সেসব বই অবসর পেলেই পড়ে থাকি। কলকাতার বইমেলার নিমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলাম। সেখানকার আয়োজকরা আমাকে যে সংবর্ধনা দিলেন, যে সম্মান দেখালেন বাংলাদেশের একজন নায়িকা হিসেবে- সেটি ছিল আমার জন্য অনেক সম্মানের, অনেক গর্বের।