Naya Diganta

কিছু লোকের সাথে মোকাবেলা কঠিন হতে পারে

এক. কিছু লোকের সাথে মোকাবেলা করা খুব কঠিন হতে পারে। তারা তাদের কথা এবং কাজ দিয়ে আপনাকে আঘাত করবে। শুধু রাগ করা এবং আপনার জীবন থেকে তাদের বিদায় করা সহজ; কিন্তু অনেকসময় আপনি তা পারেন না। তারা পরিবারের সদস্য হতে পারেন। মনে রাখবেন, তারা সর্বশক্তিমানের পক্ষ থেকে পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরবেন না?
দুই. সর্বশক্তিমানের জন্য নির্ভেজাল ভালো কাজ করুন। কারো কাছ থেকে স্বীকৃতি, অভিনন্দন বা কৃতজ্ঞতা আশা করবেন না। একমাত্র তাঁর কাছেই আপনার পুরস্কার চান।