Naya Diganta

বগুড়ায় মানবিক কার্যক্রমে অনন্য মুনলাইট সোসাইটি

বগুড়ায় মানবিক কার্যক্রম চালিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের দেশের সেরা সংগঠন হিসেবে এ সম্মাননা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত প্রতিবন্ধী নারী-পুরুষের কল্যাণে বেশ কয়েক বছর ধরে কাজ করছে। তাদের কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। তারা শুধু মানবিক কার্যক্রম পরিচালনা করে। মুনলাইট ভেলেপমেন্ট সোসাইটির রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে মুনলাইট উইকেয়ার ট্রাস্ট হেলথ কমপ্লেক্স, মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মুনলাইট চিলড্রেন হোম, মুনলাইট পাবলিক লাইব্রেরি, মুনলাইট থেরাপি সেন্টার, মুনলাইট ট্রেনিং সেন্টার, মুনলাইট সায়েন্স ক্লাব, মুনলাইট ডেন্টাল কেয়ার ফর রোহিঙ্গা পিপল অন্যতম।
সূত্র জানায়, কারোনাকালে ২০২০ সালের ১৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন বছর ধরে বগুড়া শহরের সাতমাথায় প্রতিদিন শতাধিক প্রতিবন্ধী, দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে দুপুরে রান্না করা খাবার বিতরণ করছে মুনলাইট। এ ছাড়া টানা দেড় বছর সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানীয় সরবরাহ করেছে। এ ছাড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের কয়েকজন প্রতিবন্ধীকে মিনি ফার্ম স্থাপনে সহায়তা প্রদান, বিনামূল্যে প্রতিবন্ধি থেরাপী সেন্টার স্থাপন, প্রতিবন্ধী সঞ্চয় সমিতি গঠন, প্রতিবন্ধীদের মধ্যে ছাগল বিতরণ, মুদি দোকান প্রদান, সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ, অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা, প্রবীণদের ভাতা প্রদান, এতিম শিশুদের লালন পালন, শিক্ষা বৃত্তি, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানে সুদমুক্ত ঋণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবার মতো কার্যক্রম চালাচ্ছে তারা।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হক জানান, ব্যক্তিগত ও দেশী-বিদেশী শুভাকাক্সক্ষীদের অর্থায়নে সংগঠনের মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতে কার্যক্রম আরো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তাই সকলের সহায়তা কামনা করছি। সমাজ সেবা অধিদফতর বগুড়া জেলার উপপরিচালক আবু সাইদ মো: কাওসার রহমান জানান, তাদের কাজ সত্যিই প্রশংসনীয়।