Naya Diganta

ব্রাম্বলিং

ব্রাম্বলিং

বলছি ব্রাম্বলিংয়ের কথা। বিদেশী এ পাখি খুবই আকর্ষণীয়। ব্রাম্বলিং বেশি দেখা যায় উত্তর ইউরোপ ও এশিয়ার বনজঙ্গলে । এরা পরিযায়ী পাখি। দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা, উত্তর পাকিস্তান, উত্তর ভারত, চীন ও জাপানে ব্রাম্বলিং শীতকাল কাটায়। অভিপ্রয়াণের সময় প্রায়ই এরা পথ হারিয়ে হয়ে আলাস্কায় যায়। আকার ও আকৃতিতে ব্রাম্বলিং অনেকটা চ্যাফিনচের (গায়ক পাখি) মতো। তবে কিছু ক্ষেত্রে চ্যাফিনচের সাথে এদের তফাত রয়েছে। যেমন ব্রাম্বলিংয়ের পুচ্ছদেশের পালকের রঙ সাদা। কিন্তু চ্যাফিনচের ক্ষেত্রে ধূসর-সবুজ। ব্রাম্বলিংয়ের বুকের পালক কমলা রঙের আর চ্যাফিনচের বুকের পালক গোলাপি বা হালকা হলদে। এদের দেহের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার। প্রজনন ঋতু ছাড়া এরা বিশাল ঝাঁক গঠন করে চলাফেরা করে। কখনো এরা চ্যাফিনদের দলে শামিল হয়। বিচফলের প্রাপ্যতা যেখানে বেশি সেখানেই এরা ঝাঁক বেঁধে উপস্থিত হয়।
শীতকালে এরা বীজ এবং গ্রীষ্মকালে পতঙ্গ খাবার হিসেবে গ্রহণ করে। তবে এদের বাচ্চারা পরিণত হওয়ার আগ পর্যন্ত পতঙ্গই খায়।
ব্রাম্বলিং পাইন অথবা বিচ বন বেশি পছন্দ করে। গাছের দু’টি ডালের সংযোগস্থলে এরা বাসা তৈরি করে। মস অথবা লাইকেন জাতীয় উদ্ভিদ দিয়ে এরা বাসার বাইরের অংশ সাজায়। স্ত্রী ব্রাম্বলিং যথাসময়ে চার থেকে নয়টি পর্যন্ত ডিম দেয়। ব্রাম্বলিং ফ্রিঞ্জিলিডি পরিবারের ছোট গায়ক পাখি। এদের বৈজ্ঞানিক নাম ঋৎরহমরষষধ সড়হঃরভৎরহমরষষধ.