Naya Diganta

ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা

আগের বছরের ধারাবাহিকতায় এ বছরের শুরু থেকে ওয়াশিংটনের সাথে বিভিন্ন স্তরে যোগাযোগ হচ্ছে সরকারের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাচার এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফর করেছেন।
এ মাসে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের আমন্ত্রণে এপ্রিলে ওয়াশিংটন যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলা ট্রিবিউন।


এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘করোনার কারণে যোগাযোগে কিছুটা শ্লথগতি ছিল। কিন্তু র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরে যোগাযোগ অনেক বেড়েছে।’
দুই কর্মকর্তার সাথে কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ডেরেক শোলে মূলত আসছেন রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনার জন্য। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।’
আর কারা ম্যাকডোনাল্ডের সাথে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘ওই বিষয়গুলো দুইপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’