Naya Diganta

টঙ্গী সরকারি কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন

টঙ্গী সরকারি কলেজ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। এবার অনানুষ্ঠানিক ও অনাড়ম্বরভাবেই গত বুধবার একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ক্লাসরুমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বরণ করে নেন কলেজ অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম।
অধ্যক্ষ এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় বলেন, “তোমরা জাতির মেধাবী সন্তান। তোমরা যেন যথার্থ মানুষ হতে পারো; আগামী দিনের তথা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো সে জন্য আমরা তোমাদের প্রস্তুত করব। হাত ধরে পথ চলতে শেখাব একান্ত আপনজন হয়ে। ‘আমরা পারব’ এ আত্মবিশ্বাসের বীজমন্ত্রটি আমরা তোমাদের হৃদয়ে প্রোথিত করে দিতে চাই।” তিনি বলেন, ‘তোমরা ভালোবাসা নিজেকে, ভালোবাসতে শিখ মানুষকে। তোমাদের ভালোবাসায় স্নিগ্ধ হোক বৃক্ষরাজি, প্রাণী; পৃথিবী হয়ে উঠুক বসবাসযোগ্য। এই মানবিক বোধ তোমাদের হোক যে, স্বার্থপরতা নয়, সবাইকে নিয়েই আমরা সমৃদ্ধ মানুষ। কেবল পেতে নয়, দিতেও শিখ তোমরা। তোমরা ভালোবাসা আমাদের সবার প্রিয় বাংলাদেশকে।’