Naya Diganta

ভৈরবে স্ত্রীকে আহত করে দিনে-দুপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

ভৈরবে স্ত্রীকে আহত করে দিনে-দুপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি।

কিশোরঞ্জে ভৈরবে স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকে গুরুতর আহত করে বাসায় ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভৈরব বাজার ট্রিনপট্রি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতের নাম দিপা দেবনাথ। তিনি ভৈরব বাজার স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের স্ত্রী।

সরেজমিনে জানা গেছে, দুপুরে দিকে ভৈরব বাজার টিননপট্রি এলাকায় স্বপন দেবনাথের বাসায় তিন-চারজনের ডাকাত দল বাসার কলিংবেল চাপলে দিপা দেবনাথ দরজা খোলেন। এ সময় ডাকাতরা জোর করে বাসায় ঢুকে পড়ে এবং দিপা দেবনাথের মাথা ও হাতে লোহার পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার হাত-পা বেঁধে ঘরের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে তার ব্যবহৃত তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ঘটনার সময় প্রতিদিনের মত বাসায় দুধ দিতে আসা ইমন নামের এক ব্যক্তি বাসার কলিংবেল চাপলে তখনই আহত অবস্থায় দিবাকে তাকে রেখে তারা পালিয়ে যায়।

আহত দিপা দেবনাথ বলেন, ‘দুপুরে দিকে বাসায় কাজ করছিলাম। বাসার কলিংবেলের শব্দ শুনে আমি দরজা খুলতেই তারা আমার মুখে স্পে দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকে লোহার পাইপ দিয়ে মাথায় তিনটি আঘাত করে মাথা ফাঁটিয়ে দেয়। এরপর দড়ি দিয়ে আমাকে বেঁধে বাম হাতে আঘাত ও ছুরিকাঘাতে জখম করে। তারা তখন আমার কাছে বাসার আলমারির চাবি চাইলে আমি চাবি দিয়ে দেই।’

স্বর্ণ ব্যবসায়ী স্বপন দেবনাথ বলেন, ‘আমি বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ বাসা থেকে আমার ছেলে ফোন করে বলে, তার মাকে ডাকাতরা রড দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দিয়েছে। এই খবর শুনে বাসায় গিয়ে দেখি বাসার ফ্লোরে রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রী পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

তিনি আরো জানান, ডাকাতরা বাসার আলমারি থেকে আনুমানিক তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি। ভৈরব বাজার একটা গুরুত্বপূর্ণ স্থান। এই বাসার ভবটিতে একটা ব্যাংকের শাখাও রয়েছে। এমন একটি জায়গায় দিনে-দুপুরে এই ধরনের ঘটনা ঘটেছে,
এতে আমি হতবাক হয়েছি। তবে ভবনের সিসি ফুটেজ দেখে এই ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’