Naya Diganta

বগুড়া-৪ আসনে সামান্য ভোটে হেরেছেন হিরো আলম

বগুড়া-৪ আসনে সামান্য ভোটে হেরেছেন হিরো আলম।

বগুড়া-৪ আসনে সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন হিরো আলম। এখানে বিজয়ী ১৪ দলীয় জোট সমর্থিত ও জাসদ (ইনু) মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ১১২ কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফলে পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। দু‘জনের ভোটের ব্যবধান ৮৩৪টি।

রাত ৮টা ১৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ওই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। অন্য প্রার্থীর প্রাপ্ত ভোট জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল) ছয় হাজার ৪৪৬, জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল) চার হাজার ৬৪, বাংলাদেশ কংগ্রেস পাটির তাজ উদ্দিন মণ্ডল (ডাব) তিন হাজার ৫৬৭, সাবেক আওয়ামী লীগ নেতা মোশফিকুর রহমান কাজল (ট্রাক) ১০ হাজার ৭৯১, সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল) ১০ হাজার ৪৪২, ইলিয়াস আলী মণ্ডল (কলার ছড়ি) ৮৪৮ ও গোলাম মোস্তফা (দালান) দুই হাজার ৩৯০ ভোট।

এর আগে ওই আসনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোট দিয়েছেন। প্রদত্ত ভোট ২৩ দশমিক ৯২ শতাংশ।