Naya Diganta

জ্বালানি খাতে দুর্নীতি-অপচয় রোধে তদন্ত কমিশন গঠন করুন : ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় রোধে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে গণফোরাম।

বুধবার (১ জানুয়ারি) দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো: মিজানুর রহমান এক যৌথ বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে বলা হয়, সরকার গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দু’বার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ। এ সময় আবার জ্বালানিখাতে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিসহ হয়ে ওঠেছে।

এ সময় অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি