Naya Diganta

সিসির পদত্যাগ চান প্রবাসী মিসরীয়রা

প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসিকে পদত্যাগ করে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন মিসরের বিদেশে থাকা নাগরিকরা। একটি চিঠিতে তারা এই আহ্বান জানান। আরব ২১ ওয়েবসাইট এ খবর জানিয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারীরা দাবি করেছেন, মিসরের বর্তমান সরকারের নেয়া সব নীতি ব্যর্থ হওয়ায় দেশ খরা ও দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। বেশির ভাগ মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্বাক্ষরকারীদের মধ্যে আছেন প্রেসিডেন্ট প্রার্থী আয়মান নুর, আমেরিকান ইজিপশিয়ান কর্মী সামিস হারিস, মেয়াজ আবদুল করিম, জাদ আল ছাওরা পার্টির ফাবিওলা বাদাবি, ইজিপশিয়ান গ্রুপের মাহমুদ ওহাবি প্রমুখ। চিঠিটি ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হওয়া বিপ্লবের ১২তম বর্ষপূর্তির দিনে প্রকাশিত হয়। স্বাক্ষরকারীরা বলেছেন, আগামী বছর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের সুষ্ঠুতা বজায় রাখার জন্য তা আন্তর্জতিক তত্ত্বাবধানে হওয়া জরুরি। তারা চিঠিতে দরিদ্র জনগণকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একই সাথে সব রাজবন্দীর দ্রুত মুক্তি চাওয়া হয়েছে।