Naya Diganta

ঠাকুরগাঁও-৩ আসনে জাপা প্রার্থী হাফিজ উদ্দিন বিজয়ী

ঠাকুরগাঁও-৩ আসনে জাপা প্রার্থী হাফিজ উদ্দিন বিজয়ী

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ।

বুধবার রাতে রিটার্নিং অফিসার ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজ উদ্দীন আহম্মেদ মোট ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কাস পার্টির হাতুরী প্রতীকের অধ্যাপক ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের আগে বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘলাইন দেখা যায়। দুপুরের পরে কিছু কিছু কেন্দ্র ফাঁকা হয়ে যায়।

এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৪৩৯ জন। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দু’জন মহিলা পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে ছিল। আসনটিতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।