Naya Diganta

পরশুরামে আ’লীগ সভাপতি-সম্পাদক মুখোমুখি, থানায় জিডি

পরশুরামে আ’লীগ সভাপতি-সম্পাদক মুখোমুখি, থানায় জিডি

ফেনীর পরশুরামে আ’লীগ সভাপতি ও সম্পাদক মুখোমুখি অবস্থান নিয়েছেন। পরে নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন এক পক্ষ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে একটি নামাজে জানাজায় কথা বলার মাইক নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে মারধরে উদ্যত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এ ঘটনায় কামাল মজুমদার পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কামাল উদ্দিন মজুমদার ডায়েরিতে উল্লেখ করেন, পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা এলাকায় আবদুল্লাহ শাহ মাজার-সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে একটি নামাজে জানাজায় অংশ নেন তিনি। সেখানে মরহুম ব্যক্তির স্মৃতিচারণের সময় মাইক কেড়ে নেন সাজেল চৌধুরী। একপর্যায়ে গালমন্দ করেন সাজেল ও তার সহযোগীরা মারধরে উদ্যত হয়। স্থানীয়রা এগিয়ে এসে কামাল মজুমদারকে উদ্ধার করেন।

এ ঘটনায় সাজেল চৌধুরী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর এনামুল হক, ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, বিলোনীয়া স্থল বন্দরের শ্রমিক নেতা মো: ইব্রাহিমকে অভিযুক্ত করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন, আওয়ামী লীগের দুই নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ছাত্রলীগ জড়িয়েছে। তবুও ছাত্রলীগ সভাপতি জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হবে।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, মাইক কেড়ে নেয়ার বিষয়টি সঠিক নয়। নামাজে জানাজায় দেরিতে এসে বক্তৃতা দিতে দাঁড়ালে নিষেধ করায় তিনি ক্ষেপে যান।