Naya Diganta
তা ই ও য়া নে র রূ প ক থা

আধেক পাহাড়

তা ই ও য়া নে র রূ প ক থা

(গত দিনের পর)

লোকটির কথা শুনে অন্যরা পাহাড়ের দিকে তাকায়। এক লোক বলে, কই নাতো? পাহাড় তো আগের মতে ঠিকই আছে। বাজে কথা! ইউ শুড স্টপ টকিং ননসেন্স! তুমি মনে হয় ডাম্পলিং একটু বেশিই খেয়ে ফেলেছ। তাই তোমার পেটের সাথে চোখ দুটোও গুলিয়ে গেছে। হা হা হা।
আরেক লোক বলে, পাহাড় তো পাহাড়ের জায়গাতেই আছে, হে। কোন্ অংশটা খোয়া গেছে? যত্তোসব আজগুবি কথা। কত্তো যে পাগল আছে এই দুনিয়ায়।
আসলে তর্জনি দিয়ে দেখানো লোকটি ঠিকই বলেছে। কিন্তু আনন্দের আতিশয্যে ওসব ভ্রƒক্ষেপ করার প্রয়োজন মনে করেনি কেউ। পাহাড়ের কিছুটা অংশ আসলেই খোয়া যায় ওই দিন।
এখন সবাই নিজেদের মধ্যে খোসগল্পে মেতে ওঠে। বৃদ্ধলোকটির এমন বোকামি কাজ নিয়ে অনেকে হাসি-মসকরা করছে। ‘একটি খেলে দশ সেন্ট, দুইটি খেলে বিশ সেন্ট, তিনটি খেলে ফ্রি।’ হা হা হা। (চলবে)