Naya Diganta

পাটগ্রামে ওয়াজেদ আলী হত্যার প্রধান আসামি গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী

পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করেছেন।

এর আগে গদ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রসূলগঞ্জ সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তিনি রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় গোটা উপজেলা উত্তাল হয়ে উঠেছে। আজ সোমবার পৌর শহরের সমস্ত দোকানপাট হোটেল রেস্টুরেন্ট এমনকি ওষুধের দোকান পর্যন্ত বন্ধ রয়েছে।