Naya Diganta

টাইগারদের ক্রিকেট অনেক বদলেছে : শোয়েব

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। এবার বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ আসরে প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম ভাইকিংস ও রাজশাহী রয়্যালসের। সিলেটে প্র্যাকটিসের পর তিনি জানান, ‘ক্রিকেটের মান এখানে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ কন্ডিশন এখানে একেক জায়গায় একেকরকম। চট্টগ্রামে একরকম, ঢাকায় আরেক রকম, সিলেটে আবার ভিন্ন। একেক ভেনুতে একেকরকম কন্ডিশন পেলে খেলায় উন্নতির সেরা সুযোগ মেলে। এ জন্যই বাংলাদেশে আসি এবং এখানে খেলি।’ প্রায় দুই যুগের ক্যারিয়ারে এখানকার ক্রিকেটের বদলে যাওয়া চোখে পড়ছে তার, ‘বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই বদলে গেছে। এখানকার ক্রিকেটের পরিচিতি আছে বর্তমান বিশ্বের সব জায়গায়। নিজেদের কন্ডিশনে বাংলাদেশের সাফল্যের হার দুর্দান্ত।’ তিনি যোগ করেন, ‘একটা জায়গায় তাদের এখনো উন্নতির জায়গা আছে, তা হলো দেশের বাইরের পারফরম্যান্সে। তবে এই দেশে প্রতিভা আছে যথেষ্ট। প্রয়োজন হলো পর্যাপ্ত সুযোগ দেয়া, যেন তারা নিজেদের খেলায় উন্নতি করতে পারে এবং দেশের বাইরেও ভালো করতে পারে।’