Naya Diganta

যমুনার বুকজুড়ে হাহাকার

যমুনায় পানি দেখতে হলে পায়ে হেঁটে যেতে হয় অনেকটা দূরে। নাব্যতা সঙ্কটে প্রমত্ত যমুনা এখন ইতিহাস। এর প্রবাহপথে জেগে উঠেছে অসংখ্য চর। সেই সাথে দখল, দূষণ ও বালু ব্যবসায়ীদের তৎপরতায় একবারেই জৌলুসহীন হয়ে পড়েছে যমুনা। পাশাপাশি স্থানীয়দের ফসল আবাদ আর শিশু-কিশোরদের খেলার মাঠে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত নদীর বুকজুড়ে শুধুই হাহাকার। বড় নৌযান চালাতে বারবার ড্রেজিং করেও স্বস্তি মেলে না। মানিকগঞ্জের আরিচাঘাটের কাছ থেকে শুক্রবার পড়ন্ত বিকেলে ছবিটি তুলেছেন আব্দুর রাজ্জাক।