Naya Diganta

রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে

রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে

রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী আলী ফেকরি। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত ১৫ মাসে ইরান উল্লেখযোগ্য পরিমাণ বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে।

মার্কিন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বিশ্বের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানে পুঁজি বিনিয়োগ করতে পারবে না।

আলী ফেকরি গতকাল (শনিবার) তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বিগত ১৫ মাসে রাশিয়া ইরানের দু’টি পেট্রোলিয়াম প্রজেক্টে ২৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে। একই সময়ে ইরানে যত বিনিয়োগ হয়েছে এটি তার শতকরা ৪৫ ভাগ।

ইরানের উপ অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার আগের ১৫ মাসে ইরান এক হাজার ২০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু প্রকৃতপক্ষে বিনিয়োগ এসেছে ৫৯৫ কোটি ডলার।

আলী ফেকরি বলেন, তারপরও ২০১৫ সালে পাশ্চাত্যের সাথে পরমাণু সমঝোতা সই হওয়ার পর সকল নিষেধাজ্ঞা উঠে যাওয়া সত্ত্বেও ইরানে যে পরিমাণ বিদেশী বিনিয়োগ এসেছিল, গত ১৫ মাসে তার চেয়ে বেশি বিনিয়োগ এসেছে।
সূত্র : পার্সটুডে